ঘোষনা হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন। বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ সাংবাদিক বৈঠক করে দিনক্ষণ ঘোষণা করলেন। এক দফাতেই হবে রাজ্যের ২২টি জেলার পঞ্চায়েত ভোট।

মোট ২২টি জেলায় ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩টি। আগামী ৮ জুলাই, শনিবার এই ৬৩ হাজার ২৮৩টি আসনে একদফাতেই ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা হবে ১১ জুলাই, মঙ্গলবার।
বুধবারই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন রাজীব। কমিশনার পদে শপথ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের তারিখও ঘোষণা করে দিলেন রাজীব।
West Bengal Panchayat election will take place on 8th July. The election will take place in a single phase: Rajiva Sinha, State Election Commissioner pic.twitter.com/Lrye8zyEfX
— ANI (@ANI) June 8, 2023