প্রদীপ কুমার সিংহ
বাড়িতে বকাবকির জন্য নবম শ্রেণীর ছাত্রী অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করলেন। মৃত ছাত্রীর নাম অনু নস্কর, (১৬)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর গোপালপুর এলাকায়। পুলিশ ও পরিবারের সূত্রের খবর অনু নস্কর ধপ ধপী হাইস্কুলে নবম শ্রেণী ছাত্রী। অনু পাড়ার একটি ছেলে শিবু নস্করের সঙ্গে প্রণয় ঘটিত ব্যাপারে জড়িয়ে গিয়েছিল। সেই খবরটি বাড়ির লোক জানতে পারে। শিবু নস্কর অনু নস্করের দূর সম্পর্কে আত্মীয় হয়।গত ১০ নভেম্বর অনুর পরিবারের বাবা, কাকা এই নিয়ে অনুকে খুব বকাবকি করে। তাতে অনু আত্মভিমান হয়ে নিজেকে ঠিক রাখতে না পেরে দুই দিন পরে,বাড়িতে ঘাস মারার বিষ ছিল তা পান করে। বাড়ির লোক এই খবর জানতে পারলে তড়ি ঘড়ি তাকে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতলে এতদিন ভর্তি ছিল অনু নস্কর। তার চিকিৎসা চলছিল। শেষে বুধবার রাত সাড়ে বারটা নাগাদ হাসপাতালেই তার মৃত্যু হয়। এই খবর তনুর বাড়ি এলাকা ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে। বারুইপুর থানার খবর দিলে অনু নস্করের নিথর দেহটি বৃহস্পতিবার ময়নাতনদের জন্য পাঠায়। এই অস্বাভাবিক মৃত্যুর জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।





