Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

নেপালে আন্তর্জাতিক হ‍্যান্ডবল গেমসে জয়লাভ করলেন আফসানারা খাতুন।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের মেয়ে আফসানারা খাতুন ওরফে হেনা।নেপালে আন্তর্জাতিক হ‍্যান্ডবল গেমসে জয়লাভ করে গতকালই কোলাঘাটের বাড়িতে ফিরেছে হেনা।এরপরেই তাঁর বাড়ি গিয়ে এই প্রতিভাবান খেলোয়াড়কে সম্বর্ধনা জ্ঞাপন করলো আইমা।

সম্বর্ধনা জ্ঞাপনকারীরা জানিয়েছেন আফসানারা খাতুন শুধু এই বাংলার নয়,সারা দেশের গর্ব।হেনা যাতে আরো বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে তার জন্যে শুভেচ্ছা জ্ঞাপন করেছে আইমা

Related News

Also Read