Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। IHCl তাজ বেঙ্গল হোটেল আনলো উৎসব প্যাকেজ ।।

ইন্দ্রজিৎ আইচ:-আমরা সকলেই জানি যে ইউনেস্কো বাংলার পুজো বিশেষ সন্মান দিয়েছে। সেই উপলক্ষে ইউনেস্কোর এই সন্মান কে সাধুবাদ জানিয়ে IHCL তাজ বেঙ্গল হোটেল (কলকাতা) পুজোয় নিয়ে এলো দারুন অফার।

এই বছর ইউনেস্কো বাংলার শারদ উৎসবকে সন্মান জানানোর সুবাদে বহু বিদেশী পর্যটক আসছেন কলকাতায়।অনেক মানুষজন এসেও গেছেন। তাদের জন্যে একটা দারুন অফার নিয়ে আসে এই তাজ হোটেল।

কলকাতা অথবা পশ্চিমবঙ্গ এর বাইরে যারা অন্য প্রদেশে থাকেন তাদের জন্যে এই অফার থাকছে।



তাজ বেঙ্গল হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এই হোটেলের ম্যানেজার অর্ণব চট্টোপাধ্যায়
জানালেন আমরা পুজোর চারদিন অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী এই সব পর্যটক দের জন্যে হোটেলে থাকা, সারাদিনের খাওয়া এবং ঘোরা এই সব নিয়ে আমরা এই প্যাকেজটা নিচ্ছি ৬৫ হাজার টাকা। কিন্তু শর্ত হলো এই প্যাকেজ টা থাকছে দুজন এবং পুজোর মধ্যে যে কোনো দু দিনের জন্যে।

আমরা কলকাতার যত বনেদি বাড়ির পুজো হয় সে গুলো দেখাবো পাশাপাশি কলকাতার সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা ও
পুজো দেখাবো। এছাড়া আরো একটা প্যাকেজ থাকছে এক দিনের পিংলা ভিলেজে বেড়াতে যাওয়া। এটা ১৭০০০ হাজার টাকা প্যাকেজ।

তিন ঘণ্টা যাওয়া তিন ঘণ্টা আসা, খাওয়া ও ঘোরা এবং ফিরে এসে হোটেলে হাই টি থাকবে। এটা একটা গাড়িতে তিন জন যেতে পারবেন।
আমরা গাড়িতে খাবার প্যাক করে দিয়ে দেবো হোটেল থেকে।

তাজ বেঙ্গল এর মধুরিমা সিনহা জানালেন এই পিংলা ভিলেজে বাংলার পট চিত্র বিখ্যাত। খুব সুন্দর জায়গা।এই প্যাকেজ টা মাত্র এক দিনের টুর। তাই এটা আমাদের পুজো ছাড়াও অন্য সময় যাওয়া যায়। আমরা যে রেট টা নিচ্ছি তার সাথে জি এস টি যুক্ত হবে। ইউনেস্কো আমাদের খুব সহযোগিতা করেছেন ।

Related News

Also Read