কেন্দ্র ও রাজ্যের দূর্নীতির প্রতিবাদ জানাতে মঙ্গলবার নন্দীগ্রাম-১ ডি ওয়াই এফ আই লোকাল কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের মূল বক্তা হিসাবে হাজির ছিলেন মীনাক্ষী মুখার্জি৷ এদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে মিছিল বের হয় নন্দীগ্রাম বাজার, বিডিও অফিস হয়ে মিছিল আবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ফিরে আসে। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরু আগে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
এদিন কেন্দ্র ও রাজ্য যেভাবে সাধারন মানুষের উপর অত্যাচার করে চলেছে তার প্রতিবাদ জানান মীনাক্ষী। রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন বা নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের জন্য কি করছে? কিছুই করেনি। আমরা চাই নন্দীগ্রামে মানুষ তাদের প্রাপ্য পাক তার জন্যই আমাদের লড়াই আগেও জারি ছিলো এখনো থাকবে। বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা, শিক্ষায় নিয়োগ, রাজ্যে নতুন করে কর্মসংস্থান হচ্ছে না, নতুন কলকারখানা না গড়ে ওঠা নিয়ে তীব্র ধিক্কার জানান মীনাক্ষী।।