Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

মদের আসরে বচসা,  খুনের অভিযোগে গ্রেফতার অভিযুক্তরা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের  দেউলপোতা  গ্রামে মদের আসরে বচসা থেকে খুনাখুনির ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল।প্রাথমিক ভাবে জানা যাচ্ছে সুদের টাকা শোধ করাকে কেন্দ্র করে বচসা থেকে মারামারির জেরে খুন হয়েছে এক যুবক।মৃতের নাম গোবিন্দ পাত্র (৪৪)।

স্থানীয়দের সুত্রে জানা গেছে গোবিন্দ পাত্র দীর্ঘদিন ধরে সুদের কারবারে জড়িত ।গোবিন্দ বহু দিন আগে টাকা ধার দিয়েছিল দেউলপোতা গ্রামের অভিজিৎ পাত্রকে। একই সাথে পূর্ব আমতলীয়া উত্তম পাত্রকে ধার দিয়েছিল ৭০ হাজার টাকা।গোবিন্দ এদের উপর ধারের টাকা শোধ করার জন্য চাপ দিচ্ছিল বলেই জানা যাচ্ছে। আর সেই থেকেই পরিকল্পনা করে টাকা দেবার নাম করে বৃহস্পতিবার রাত্রে গোবিন্দকে বাড়ি থেকে ডেকে আনা হয় বলে খবর।

আসরে মদ খাওয়ার সময় টাকার প্রসঙ্গ তুলে আলোচনা করতেই তর্ক বিতর্ক শুরু হয় । এর থেকে বচসা লাগতেই গোবিন্দের পাশে পড়ে থাকা গোটা ইট দিয়ে প্রথমে তার মাথায় মারে অভিযুক্তরা।  পরে মদ্যপ এই যুবকেরা সেই ইট দিয়ে মৃত সুদের কারবারি গোবিন্দ পাত্রের পুরো মাথা থেঁতলে দেয় বলে স্থানীয়রা জানাচ্ছেন।

স্থানীয়দের থেকে বৃহস্পতিবার রাতে ঘটনাটা জানা জানি হতেই এলাকায় ছুটে আসে কাঁথি  থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রহৃতকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
সমগ্ৰ ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত  উত্তমের বাড়িতে আগুন দিয়েছে বলেই জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় দমকল বাহিনী ও পুলিশ। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত উত্তম পাত্র ও বাটুল মাইতিকে গ্রেপ্তার করেছে।

Related News

Also Read