Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

সুবর্ণরেখার জলে প্লাবিত এগরা-রামনগর

সুবর্ণরেখার জল লোকালয়ে ঢুকে রামনগর এবং এগরার বিস্তীর্ণ এলাকা প্লাবিত করল। স্থানীয় সূত্রের খবর রামনগর ১ ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েতের বাধিয়া, বাখরপুর, কচুয়া, কান্ডগ্রাম,বারবাটিয়া সহ কয়েকটি গ্রাম এবং এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের সাহাড়া, চকমুরারী, আলিপুর, নেহেলিয়া গ্রামগুলি সুবর্ণরেখার জলে প্লাবিত হয়েছে।

 

রাস্তার উপরে হাঁটুজল থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে প্লাবিত গ্রামগুলি। ক্ষতি হয়েছে ধানের বীজতলা, সবজি, পুকুরের মাছ, পানের বরোজ প্রভৃতি। বেশ কিছু বাড়ির ভিতরে ঢুকেছে জল। জলবন্দী অবস্থায় এলাকাবাসী রয়েছেন।

 

রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার ক্ষতির কথা স্বীকার করে বলেন তিনি এবং বিডিও এলাকা পরিদর্শন করেছেন। পঞ্চায়েত প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছেন। এখনো পর্যন্ত কোন মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসতে হয়নি। জল আরো বাড়লে প্রয়োজনে ত্রাণ শিবির খোলার পরিকল্পনা রেখেছেন বলে জানিয়েছেন।

 

এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিয় রাজ বলেন তিনি এবং বিডিও এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতির কথা স্বীকার করে বলেন পরিস্থিতি নজরে রেখেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের সতর্ক করা হয়েছে। এখনো পর্যন্ত কোন ত্রাণ শিবির খোলার প্রয়োজন হয়নি।প্রয়োজনের ত্রাণ শিবির খোলার জন্য আমরা প্রস্তুত। সুবর্ণরেখার জল বাড়লেই এই বিস্তীর্ণ এলাকা জুড়ে জল যন্ত্রণার শিকার হন এলাকাবাসী। প্রশাসনিক সূত্রে জানা গেছে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার জন্য এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অতিরিক্ত জল ছাড়া সুবর্ণরেখা নদীর পাড় উঠছে জল ঢুকে পড়েছে গ্রাম এলাকায়। এই নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ। এই জল আটকানোর ব্যবস্থা করছে না প্রশাসন। জল আটকানো ব্যবস্থা করলেই এই গ্রামগুলোর মানুষ সুস্থ জীবন যাপন করবে।

Related News

Also Read