সংবাদে ‘অসত্য’ তথ্য পরিবেশনের অভিযোগ তুলে একটি ফেসবুক পোর্টালকে আইনি নোটিশ পাঠালো সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। অভিযুক্ত সেই ফেসবুক পোর্টালের নাম “বাংলা টুডে নিউজ”।
এই পোর্টালের বিরুদ্ধে অভিযোগকারী দুই সাংবাদিক প্রদীপ কুমার মাইতি ও খোকন গারু এগরায় রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান। এই দুই সাংবাদিকের আরও অভিযোগ, এগরা, কাঁথি, রামনগর, দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রচুর ভুয়ো সাংবাদিক ও ফেসবুক নিউজ চ্যানেল গজিয়ে উঠেছে। যেগুলোর অধিকাংশ বেআইনি।
প্রসঙ্গত, গত জুন মাসের ২০ তারিখ সাংবাদিক প্রদীপ কুমার মাইতি ও চিত্র সাংবাদিক খোকন গারুর সাথে এগরা থানার পুলিশের একটি আইনি সমস্যা তৈরী হয়। ঐ বিষয়টি বর্তমানে কাঁথি মহকুমা আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। তাই সেই বিচারাধীন বিষয় নিয়ে দুই সাংবাদিক বিশেষ মুখ খুলতে চান নি। কিন্তু ঐ বিষয় নিয়ে “বাংলা টুডে নিউজ” নামের একটি ফেসবুক পোর্টাল প্রদীপ কুমার মাইতি ও খোকন গারুর প্রতিক্রিয়া বলে অসত্য তথ্য পরিবেশন করে। যা সম্পূর্ণ মনগড়া বলে এই দুই সাংবাদিকের অভিযোগ। তাদের আরও দাবি , এই সংবাদের বিষয়ে উক্ত ফেসবুক পোর্টালের পক্ষ থেকে প্রতিক্রিয়া নেওয়ার জন্য তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা হয়নি। অথবা তারা এই সংবাদ মাধ্যমকে কোন প্রতিক্রিয়া দেন নি। তাই ইতিমধ্যে ঐ পোর্টালের মালিক শান্তনু গুচ্ছাইত’কে আইনি নোটিশ পাঠিয়েছেন সাংবাদিক প্রদীপ কুমার মাইতি।
এদিন সাংবাদিক সম্মেলন করে প্রদীপ কুমার মাইতি বলেন, খোঁজ নিয়ে জেনেছি, ঐ পোর্টাল চ্যানেল অবৈধ। ওদের বিরুদ্ধে দ্রুত আইনত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, আদালতে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক প্রদীপ কুমার মাইতি।