কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের আদেশ অনুসারে কুলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে ৬ই আগস্ট থেকে ১২ ই আগস্ট পর্যন্ত এক সপ্তাহব্যাপী সংস্কৃত ভাষা প্রচারার্থে সংস্কৃত সপ্তাহ মহোৎসব ও রাখি বন্ধন পালিত হল বুধবার। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন সূচনা করেন মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ড: অমরেন্দ্র কুমার মিশ্র ।

এই কর্মসূচির অঙ্গ হিসেবে হেড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউ শনের ও জুখিয়া কুঙর নারায়ণ বাণীমন্দির হাই স্কুল ও মহাবিদ্যালয় পক্ষ থেকে বিশেষ সংস্কৃত ভাষা প্রশিক্ষণ শিবির, সংস্কৃত কন্ঠ পাঠ, সংস্কৃত সংগীত ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৩ই আগস্ট বুধবার কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে সংস্কৃত সপ্তাহ মহোৎসবের সমাপন উৎসব এ উপস্থিত ছিলেন হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ সাউ। জুখিয়া বাণীমন্দির হাই স্কুলের প্রধান শিক্ষক অসীম কুমার পাত্র এবং দুটি হাইস্কুলের অন্যান্য শিক্ষক মন্ডলী। নাচ গান একক অভিনয় ইত্যাদির মাধ্যমে সংস্কৃত ভাষায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়।

বিভিন্ন প্রতিযোগিতার স্থানাধিকারীদের পুরস্কার প্রদানের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে। প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী ও মহাবিদ্যালয় এর অধ্যাপকবৃন্দ শিক্ষা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আহবায়ক ছিলেন ড: শংকর্ষন পন্ডা, সংযোজক ছিলেন ডঃ দয়ানন্দ পালিগ্রাহী, এবং সহযোগিতায় ছিলেন ডক্টর সৌরভ মন্ডল ও ডঃ সুকদেব সাউ.





