Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

আজ কেমন যাবে আপনার

মেষ রাশি

 

কর্মক্ষেত্রে চেষ্টা চালিয়ে যান। বেশ বড় কিছু হাতে আসতে পারে।

 

বৃষ রাশি

 

আপনার ভাল মনোভাব এবং চিন্তাশীলতা আপনাকে ব্যবসায় উন্নতির পথে সাহায্য করবে। আজ অফিসে অন্যদের মধ্যে আপনার আবেদন মঞ্জুর হতে পারে।

 

মিথুন রাশি

 

আজ সকালের দিকে কোনও প্রকার ধার দেওয়া বা নেওয়া এড়াতে চেষ্টা করুন। ব্যবসায় মনোনিবেশ করুন।

 

কর্কট রাশি

 

আজ পরিবারের সম্পর্কের ভিত্তি মজবুত করুন। দিনটি ব্যবসার জন্য প্রগতিশীল হবে।

 

সিংহ রাশি

 

আজ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কাজের ক্ষেত্রে উৎসাহ আসবে।

 

কন্যা রাশি

 

আজ বেশ কয়েক জনকে সাহায্য করতে হতে পারে। পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটাতে পারবেন।

 

তুলা রাশি

 

আজ আপনার দিনটা বেশ ইতিবাচক ভাবেই কাটবে। দীর্ঘ দিন ধরে কোনও সমস্যায় ভোগান্তি হয়ে থাকলে আজ তার অবসান ঘটতে পারে।

 

বৃশ্চিক রাশি

 

আপনার নতুন দৃষ্টিভঙ্গি পরিবারের মানুষের কাছে আপনাকে জনপ্রিয় করে তুলবে। কলেজপড়ুয়াদের সামনে বিশেষ কোনও সুযোগ আসতে পারে।

 

ধনু রাশি

 

আজ সব বিষয়ে আপনাকে শান্ত থাকতে হবে। কোনও বিষয়ে বেশি কথা বলতে যাবেন না।

 

মকর রাশি

 

পারিবারিক জীবনে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পুরনো কোনও কথা না টেনে আনাই ভাল হবে।

 

কুম্ভ রাশি

 

বুদ্ধি লাগিয়ে কাজ করলে সৌভাগ্য আজ আপনার সঙ্গেই থাকবে। সৃষ্টিশীল কোনও কাজে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

 

মীন রাশি

 

বন্ধুর সহায়তায় আজ কোনও কাজ করতে হতে পারে। যতটা সম্ভব সহায়তা না নিয়ে কাজটা মেটানোর চেষ্টা করুন।

Related News

Also Read