Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

কাঁথি প্রভাত কুমার কলেজে স্বেচ্ছায় রক্তদান শিবির

কাঁথি প্রভাত কুমার কলেজের ছাত্র সংসদ ও এম এস এস  এর যৌথ পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির হল শনিবার।  শিবিরের  শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক।  সঙ্গে উপস্থিত ছিলেন  এগরার বিধায়ক  তরুণ কুমার মাইতি , ডি পি এস সি র চেয়ারম্যান হাবিবুর রহমান, মৎস্যজীবী নেতা ও কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধীদল নেতা আমিন সোহেল, কাঁথি পুরসভার কাউন্সিলর নিত্যানন্দ মাইতি, কলেজ পরিচালন সমিতির সদস্য তমাল বোস,সুবীর সামন্ত, লক্ষণ জানা, কাঁথি সাংগঠনিক জেলার ওয়েবকোটার সম্পাদক দেবাশীষ মন্ডল, শিক্ষক সংগঠনের প্রতিনিধি মৈত্রয়ী জানা, ছাত্র সংসদের পক্ষে মাধব মন্ডল, অমিত সাউ, রাহুল মণ্ডল, স্বাগতা বের প্রমুখ।

  কলেজের অধ্যক্ষ ডঃ অমিত কুমার দে এর সভাপতিত্বে এবং শেখ ইমরান এর পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি হয়। ৫০ জন মহিলা সহ ৯২ জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাংক ।

Related News