শব্দবাজি বিক্রির অভিযোগে গ্রেপ্তার হলো এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ মংলামাড়ো বাজারে অভিযান চালায়। একটি বাজি বিক্রির দোকানে হানা দিয়ে প্রায় ৭৫ কেজি শব্দবাজি উদ্ধার করে। পাশাপাশি বাজি বিক্রেতা বড়হাট গ্রামের বাসিন্দা জগন্নাথ আদক কে গ্রেফতার করে।
ধৃতকে বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতের তোলা হলে বিচারক তার জামির নামঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন। পটাশপুর থানার ওসি জানিয়েছেন শব্দ দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান নিরন্তর ভাবি চলবে।

Post Views: 18