শনিবার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুরু। মহালয়ার এই পূণ্য তিথিতে রাজ্যবাসীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপনের উদ্দেশ্যে সকালে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কাঁথি ভবতারিণী মন্দির থেকে কাঁথি রামকৃষ্ণ মিশন পর্যন্ত এক পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রার সমাপ্তিস্থল তথা কাঁথি রামকৃষ্ণ মিশনে শুভেন্দু অধিকারী স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তিতে পূষ্পার্ঘ্য নিবেদন করেন।
এর পর মিশনের মহারাজগনের সঙ্গে মিলিত হন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মাতা সারদার শ্রীচরণে পূষ্প নিবেদন করেন।
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তথা দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল, জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঘনশ্যামলা দাস, জেলা সহ-সভানেত্রী বনশ্রী মাইতি, মুনমুন দাস, জেলা সম্পাদক নবীন প্রধান প্রমুখ।