Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

জমে উঠেছে ২৯ তম কলকাতা আন্তর্জতিক চলচ্চিত্র উৎসব।

ইন্দ্রজিৎ আইচ :- নন্দন – রবীন্দ্র সদন চত্বর এই মুহূর্তে জমজমাট। দুদিনের বৃষ্টি উপেক্ষা করে চলচ্চিত্রমোদী দর্শক এসেছেন সিনেমা দেখতে, এসেছেন সিনেমা নিয়ে আলোচনা করতে, আড্ডা দিতে।
গত ৭ ই ডিসেম্বর বৃহস্পতিবার একতারা মঞ্চে উৎসবের তৃতীয় দিন ছিলো বাংলা সিনেমায় আবহ সঙ্গীত এর ব্যাবহার। বিভিন্ন ছবি যেমন বোমকেশ, দুর্গা সহায় থেকে সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি গুপী গায়েন বাঘা বায়েন এর আবহ সঙ্গীত বাজিয়ে শোনান সরোদে তেজেন্দ্রনারায়ণ মজুমদার, তবলায় বিক্রম ঘোষ, ঢাকে গোকুল ঢাকি, সেতারে অভিষেক মল্লিক, শ্রীখোলে গোপাল বর্মন, বাংলার ঢোলে রঞ্জন দে, বাঁশিতে সৌম্যজ্যোতি ঘোষ। পাশাপাশি বারবার আলোচনায় উঠে আসে সিনেমায় বাংলা সঙ্গীতের প্রসঙ্গ।
এই কদিনের যে কটি ছবি দর্শকদের মনে আলোড়িত করেছে সেই ছবি গুলোর মধ্যে অন্যতম রাজস্থানের পরিচালক
জিগর মদনলাল নাগদা। নন্দন ৪ এ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছবির পরিচালক ও ছবির মূল অভিনেতা কুণাল মেহেতা। ছবির বিষয় ছিলো একটি গ্রামে বিদ্যুতের আলো না থাকায় একটি পরিবারের এক তরুণ যুবকের স্বপ্ন ভেঙে যায়।বাস্তব জীবন কে তুলে ধরা হয়েছে এই ছবিতে।ভালো লাগে মালায়লাম ছবি ” ওডুগু ওডুগু ওডুগু “। এই ছবির বিষয় হলো এক বেনামী শবদেহ ও একটি শিশুর তার বাবা কে খুজে চলার গল্প। এই ছবির পরিচালক হলেন
সঞ্জীব শিবন। এই ছবির চিত্রনাট্য লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। ভালো লাগে ফরাসি ছবি ” স্কারলেট ব্লু ” অন্ধকার থেকে আলোর উৎস… এই হলো ছবির বিষয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছিলেন ছবির পরিচালক অরিলিয়া মেজ ওছবির সংগীত পরিচালক নিকোলাস লুকে। রবীন্দ্র সদনে চমৎকার লেগেছে বেঙ্গলি প্যানেরমা বিভাগে র ছবি বিজয়ার পরে” ।

দুর্গা পুজোর প্রেক্ষাপট নিয়ে এক পারিবারিক গল্প। অসাধারণ অভিনয় করেছেন মমতা শঙ্কর, দীপঙ্কর দে, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলি, ঋতব্রত মুখোপাধ্যায়, মিসকা হালিম ও অনিমেষ ভাদুড়ী। ছবির পরিচালক হলেন অভিজিৎ শ্রী দাস। গত ৮ ডিসেম্বর ২০২৩ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা সৌরভ শুক্লা, জার্মানির পরিচালক ভেইট হেলমেট, পরিচালক অনিল কুমার। এই দিনের সেরা আকর্ষণ ছিলো বাংলা ছবি
” মাতৃপক্ষ ” । মিডিয়া সেন্টারে মুখোমুখি হয়েছিলেন পরিচালক রাজেশ রায়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সহ আরো অনেকে।
আজ সিনে আড্ডার বিষয় ছিলো “ওটিটি কি আগামীর ভবিষ্যত্”। বক্তা ছিলেন দেবালয় ভট্টাচার্য, স্বস্তিকা মুখোপাধ্যায়, অদিতি রায়, উষসী রায়, ঋত্বিকা সেন, সৌরভ চক্রবর্তী ও আরো অনেক সিনেমা ব্যাক্তিত্ব। এই আলোচনায় যোগ দেন পরিচালক রাজ চক্রবর্তী ও রাজর্ষি রায়। সঞ্চালনায় ছিলেন পদ্মনাভ দাশগুপ্ত। সেরা ছবির মধ্যে ভালো লাগলো জাপানি ছবি পারফেক্ট ডেজ (উইম ওয়েন্দর্স) এবাউট ড্রাই গ্রাসেস (নুরি বিলগে সেলান), জার (পাভেল লুঙ্গিন), বাজী ( গুরু দত্ত), অ্যান্ড, টুয়াডস হ্যাপি ভালিজ ( শ্রীময়ী সিং ), ভুবন সোম (পরিচালক মৃণাল সেন)।
সবমিলিয়ে জমে উঠেছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩।

Related News

Also Read