পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় শুক্রবার থেকে শুরু হল “বাংলা মোদের গর্ব” মেলা ।রবিবার অবধি চলবে এই মেলা । সৈকত শহরে বেড়াতে আসা পর্যটকদের কাছে আরো বেশী করে বাংলার কৃষ্ট-সংস্কৃতি-পল্লী শিল্পকে তুলে ধরতেই রাজ্য সরকারের এই উদ্যোগ।
বাংলা মোদের গর্ব এই মেলার আনুষ্ঠানিক সূচনা কিরেন রাজ্যের কারা বিভাগের মন্ত্রী অখিল গিরি।অন্যান্যদের মধ্যে ছিলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধূরী,পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী,জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক সহ অন্যান জন প্রতিনিধি ও আধিকারিকেরা।
কারাগার মন্ত্রী অখিল গিরি বলেন রাজ্যের বিগত বাম সরকারের আমলে দিঘা-মান্দারমনি সহ অন্যান্য সৈকত শহর গুলিতে পর্যটকদের সেই ভাবে দেখা মিলতো না ।বাম সরকারের অবহেলা আর উদাসীনতায় এখানকার ব্যাবসায়ীদের মুখে খালি হতাশা আর বঞ্চনার কথা শোনা যেত।আর ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরেই চিত্রটা বদলে গেছে।স্প্রকার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সৈকত শহরে খেলা – মেলার আয়োজন করে পর্যটকেদের কাছে দিঘাওকে আরো আকর্ষনীয় করে তুলেছে।রাজ্য সরকারের এই উদ্যোগে শুধু দিঘার ব্যাবসায়ী মহল নয়,গ্রামীন-কুটির শিল্পের সাথে জড়িত মানুষদের মুখেও হাঁসি ফুটেছে।মেলায় ঘুরতে আসা মানুষদের এখানে পসরা সাজিয়ে বসা কুটির শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী।