ইন্দ্রজিৎ আইচ :- এই প্রথম অনুষ্ঠিত হলো অমৃতবাজার – সিটিজেন শারদ সম্মান । সম্প্রতি প্রেস ক্লাবে ১০টি সেরা পুজো, ১০টি আবাসন এর পুজো এবং কিছু বিশেষ পুজো কে পুরস্কৃত করা হয়।

সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা পরিবেশ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা মণ্ডপ সহ মোট ৩৬টি পুরস্কার দেওয়া হয়।

বিভিন্ন কমিটির হাতে এই পুরস্কার গুলি তুলে দেন থান্ডার বোল্ড এর কর্ণধার পবন পাটোরিয়া, সিটিজেন কোম্পানির প্রধান গৌরব বান্দিয়া, সুরেন্দ্র কুমার বান্দিয়া এবং শৈবাল গোস্বামী।

Post Views: 57





