জাতীয় স্তরে পূর্ব মেদিনীপুর জেলার স্বনামধন্য বিদ্যালয় কন্টাই পাবলিক স্কুলের যোগাসন প্রতিযোগিতায় ছাত্রীর সাফল্যে আনন্দিত বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৬ ও ৭ অক্টোবর কানপুরে অনুষ্ঠিত জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় কন্টাই পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্রী ঋতচেতা দাস অসাধারণ সাফল্য অর্জন করে। সি.আই.এস.সি.ই
আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।অনুর্দ্ধ ১৯ বালিকা বিভাগে রিদমিক যোগাসন প্রতিযোগিতায় ঋতচেতা প্রথম স্থান অধিকার করে
স্বর্ণপদক লাভ করেছে। পাশাপাশি দলগত ইভেন্টেও সে পঞ্চম স্থান অর্জন করেছে। এই সাফল্যের ফলস্বরূপ ঋতচেতা আগামী দিনে এস.জি.এফ.আই আয়োজিত সর্বভারতীয় স্কুল
প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।কন্টাই পাবলিক স্কুলের অধ্যক্ষ, সমরেন্দ্রনাথ দাস এবং উপাধ্যক্ষ পার্থ সখা পাত্র তার এই গৌরবময় সাফল্যের জন্য ঋতচেতাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।ঋতচেতার এই কৃতিত্বে সমগ্র কন্টাই পাবলিক স্কুলের পরিবার গর্বিত ও আনন্দিত।





