Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

উড়িষ্যার বাস দুর্ঘটনায় আবারও একজনের মৃত্যু হলো।

উড়িষ্যার বাস দুর্ঘটনায় আবারও একজনের মৃত্যু হল। মৃত ব্যক্তি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের দুবদা গ্রামের বাসিন্দা অনাদি নন্দন জানা। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সূত্র মারফত জানা গেছে। খবর পেয়ে এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি তার বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন রাজকুমার দুয়ারী ও খগেন দুয়ারী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য গত ১৫ ই এপ্রিল রাত্রিতে উড়িষ্যার জাজপুরের কাছে পুরী হলদিয়া যাত্রীবাহী বাস উড়ালপুল থেকে নিচে পড়ে যায়। এই ঘটনায় চারজনের মৃত্যু হয় এবং ২৪ জন আহত হয়। আহতদের উড়িষ্যা থেকে ফিরিয়ে এনে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা।

Related News

Also Read