মেষ: ফাস্টফুডের ব্যাপারে সাবধান হন। কাউকে টাকা ধার দেওয়ার আগে সব দিক বিচার করুন। দিনের শেষভাগে আপনি পরিবার এবং বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। রোমান্টিক চিন্তা আসবে মনে।
বৃষ: খারাপ পরিস্থিতি নিয়ে অকারণ অভিযোগ করে লাভ নেই। যা বদলাতে পারবেন না, তা মেনে নেওয়ার চেষ্টা করুন। বাড়ির ছোটদের সাথে আজ সময় কাটালে মন ভালো থাকবে। ইকোনমিকাল হেল্প পাবেন বিশ্বস্ত কারও কাছে।
মিথুন: নিজের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হবেন না। অকারণ দুশ্চিন্তা আপনার অন্য কাজের ক্ষতি করতে পারে। নতুন কোনও ক্ষেত্রে ইনভেস্টমেন্টের আগে সবদিক বিবেচনা করুন।
কর্কট: টেকনিক্যাল ক্ষেত্রে কোনও চ্যালেঞ্জ আসতে পারে। আজ শরীর ভালো থাকবে। বন্ধুদের সাথে কোথাও খেলতে যেতে পারেন। অবসর সময়ে যোগা ও ধ্যান মনে শান্তি দেবে। দেবী লক্ষ্মী আপনার উপর প্রসন্ন আছেন।
সিংহ: পরিবারকে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করুন। পরিবারের মানুষদের সাথে কথা বলার সময়ে সংযত হোন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা দেখানোর সুযোগ পাবেন।ধনদেবীর কৃপা আপনার উপর থাকছে আজকে। নিজেকে ফিন্যান্সিয়ালি স্টেবল ভাবতে পারেন।
কন্যা: আজ খাওয়াদাওয়া ও নেশার ব্যাপারে নিজেকে ক্রন্ট্রোল করলে ভালো। অন্যথায় শারীরিক অসুস্থতা আপনাকে সমস্যায় ফেলবে। বন্ধুদের দেওয়া ভুল পরামর্শ আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। অর্থ জমাতে শিখুন।
তুলা: কর্মক্ষেত্রে চাপ বেড়ে যাবে। এর ফলে মানসিক চাপে থাকতে পারেন। এই অবস্থায় কোনও ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট করবেন না। পরিবর্তনগুলিকে গ্রহণ করুন। ধর্ম চর্চা করুন।
বৃশ্চিক: আজ তাড়াতাড়ি সমস্ত কাজ মিটিয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। ওর্য়াকপ্লেসে আজ পরিস্থিতি আপনার দিকে থাকবে না। তাই কাজে ও কথাবার্তায় সতর্ক থাকুন। প্রেমিকা আপনার সাথে রূঢ় ব্যবহার করতে পারেন।ইকোনমিক সেভিংস নিয়ে ভিডিয়ো দেখতে পারেন পরিকল্পনার সুবিধা হবে।
ধনু: ভাইবোনদের সহায়তায় আজ অনেক কাজ সহজ হয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন। প্রমোশন হতে পারে। টেকনোলজি আপনাকে চ্যালেঞ্জ করতে পারে দৈনন্দিন জীবনে। আর্থিক লাভ হবে।
মকর: আজ বন্ধুদের সাথে আনন্দ ভাগ করে নিন। আপনার ক্রিয়েটিভিটি ক্ষমতার বিকাশ হবে আজ। তবে আর্থিক বা পারিবারিক ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের পরামর্শ নিন।
কুম্ভ: শরীর ভালো রাখতে আজ বেশি করে হাঁটুন। অতীতের বিনিয়োগগুলি থেকে আজ লাভ পাবেন। ঘুরতে গিয়ে কোনও গুণী মানুষের সাথে আলাপ হবে আজ। তার ফলে অনেক কাজ সহজ হয়ে যাবে।
মীন: আজ আপনি খুশির মেজাজে থাকবেন। আপনার রসিক স্বভাব আজ সকলকে আনন্দ দেবে। টেকনোলজি আপনার কাজের সময়ে সাহায্য করবে। বন্ধুদের সহায়তায় কাজের ক্ষেত্রে কিছু হেল্প হবে। আর্থিক উন্নতি হবে।