নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি হত্যার মামলায় সহ বিধানসভা নির্বাচনে একাধিক মামলায় অভিযুক্ত তৃনমূল নেতা আবু তাহের হলদিয়া আদালতে আত্মসমর্পন করলেন। সিবিআই এই তৃনমূল নেতার বিরুদ্ধে হুলিয়া জারি করেছিলো।যদিও আবু তাহেরের দাবি তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
এর বিরুদ্ধে কলকাতা উচ্চ আদালতে আবেদন করেছিলেন আবু তাহের।আদালত নিম্ন আদালতে আত্ম সমর্পনের নির্দেশ দেয়।
উচ্চ আদালতের সিদ্ধান্ত মেনেই শনিবার হলদিয়া আদালতে পৌঁছান তৃণমূল নেতৃত্ব তথা নন্দীগ্রাম পঞ্চায়েত ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি আবু তাহের।
তৃণমূল সেলের আইনজীবী মনসুর আলম বলেন উচ্চ আদালতের নির্দেশ মতোই আবু তাহের আজ আত্মসমর্পণ করেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত উনি জেল হেফাজতে থাকবেন । পরবর্তীকালে এই মামলা অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক এন্ড সেশন জাজের নিকট এই মামলা চলবে।
Post Views: 19