পূর্ব মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে এসে তিন মহিলা গলার সোনার হার খোয়ালেন। সূত্রের খবর পাঁশকুড়ার চন্দনা ভৌমিক, তমলুকের শিমুলিয়ার পাপিয়া সাউ, ও নীলকুন্ডার এক মহিলার গলার হার কে বা কারা ছিনিয়ে নেয়। ভিড়ের ঠেলায় তারা বুঝতে পারিনি কখন গলায় থাকা সোনার হার চলে গেছে। পরে জানতে পেরে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে।

Post Views: 43





