৪৮ ঘন্টা সময় পেরিয়ে গেলেও দোষীরা অনুতপ্ত নয়! শাস্তির দাবিতে ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাস্তায় নামলেন তৃণমূলের কাউন্সিলর। কাঁথি পুরসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে দাবি’তে কাঁথি থানায় গন স্বারকলিপি। সোমবার বিকেলে ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে মিছিল করে কাঁথি থানা হাজির হন কাঁথি পুরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আলেম আলি খাঁন। এরপর কাঁথি থানায় আইসি প্রদীপ কুমার দাঁর কাছে স্বারকলিপি জমা দেন। এদিন মিছিলে ওয়ার্ডের কয়েকশ বাসিন্দা সামিল হন। মিছিলের মহিলাদের উপস্থিতি লক্ষণীয়। মিছিলে আহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী রেখা বিবি পা মেলান। কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দাঁ বলেন ” অভিযোগ জমা পড়েছে৷ খুব শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হবে “।
কাঁথি পুরসভা ৪ নং ওয়ার্ড়ে কাউন্সিলর আলেম আলি খাঁন বলেন ” শনিবার সন্ধ্যায় আমার অনুউপস্থিতিতে এলাকার দুষ্কৃতিকারীরা আমার বাড়িতে হামলা চালায়। ইট, লোহার রড ও লাঠি নিয়ে জড়ো হয় দুষ্কৃতিকারীরা। কি কারনে বাড়িতে হামলা চালিয়ে ছিল সেটাও জানিনা। তৎক্ষণাৎ কাঁথি থানা পুলিশকে বিষয়টি জানিয়েছিলাম। ঘটনায় আমার স্ত্রীও গুরুতর জখম হন। স্ত্রী থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। আমার বাড়িতে কেন এমন হামলা হল তার জন্যই প্রশাসনের কাছে দ্বারস্ত হয়েছি “। আরও বলেন ” এলাকার আমি জনপ্রতিনিধি তাই, প্রথমে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। যারা এমন ঘটনা ঘটিয়েছে তারা হয়তো অনুতপ্ত হবে, সেটা হলে হয়তো এরকম পরিস্থিতিতে হতো না। আমিও যদি দোষী থাকি প্রশাসন যা শাস্তি দিবে তার মাথা পেতে নেবো “।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় কাঁথি পুরসভা ৪ নং বিস্তীর্ণ এলাকা কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। এদিন কাঁথি পুরসভা কাউন্সিলর আলেম আলি খাঁনের বাড়ীতে হামলা চালায়। ওই বাড়ী ছিলেন না কাউন্সিলর আলেম আলি খাঁন। বাড়ীতে ছিল স্ত্রী রেখা বিবি সহ পরিবারের সদস্যরা। বাড়ী’তে ইঁট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। বাড়ির জানালা ভেঙ্গে যায়, সেই কাঁচের আঘাতে জখম হন কাউন্সিলর আলেম আলি খাঁনের স্ত্রী। তারপরে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
