Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

শুভেন্দুর গড়ে বিজেপির জেলা পরিষদে জয়ী প্রার্থী পালালো তৃনমূলে।

নিজের ঘরেই বিজেপির জয়ী প্রার্থীদের ধরে রাখতে ব্যার্থ হচ্ছে।এবার জেলা পরিষদে বিজেপির জয়ী প্রার্থী দলত্যাগ করে যোগ দিলো তৃনমূলে

গত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করেছে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৭০। তৃণমূল কংগ্রেস ৫৬ টি আসন দখল করে এবং বিজেপি ১৪ টি আসন দখল করে।

খেজুরি বিধানসভা এলাকায় চারটি জেলা পরিষদ আসনের মধ্যে দুটি বিজেপি দুটি তৃণমূল পায়। বুলু রানী করন তৃণমূলের যোগদান করার ফলে খেজুরি বিধানসভা এলাকায় চারটি জেলা পরিষদ আসনে তিনটি তৃণমূলের একটি বিজেপির দখলে থাকলো।

শুক্রবার বিকেলে তমলুকের উত্তর সোনামুই তৃণমূল কংগ্রেস কার্যালয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, খেজুরির প্রাক্তন বিধায়ক রনজিৎ মন্ডলের উপস্থিতিতে বুলু রানী করণের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেয়। বিজেপিতে থেকে উন্নয়নের কাজ করা সম্ভব নয় তাই তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন এমনটাই জানালেন বুলু রানী করন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে আসন সংখ্যা নিরিখে এখন তৃণমূল কংগ্রেস ৫৭ এবং বিজেপি ১৩।

Related News

Also Read