Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

বারুইপুর হাইস্কুলে দুদিন ব্যাপী বিজ্ঞানী প্রদর্শনী

প্রদীপ কুমার সিংহ : -প্রতি বছরের ন্যায় এ বছর জানুয়ারি মাসে বারুইপুর হাইস্কুলে ২দিন ব্যাপী বিজ্ঞানী প্রদর্শনী শুরু হয়েছে। ১১ ই জানুয়ারি ২০২৫ তারিখ শনিবার এই প্রদর্শনী শুরু হয়। তা চলবে আগামী কাল রবিবার পর্যন্ত। ওই স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্র দের নিয়ে বিজ্ঞান ছাড়াও নানা বিষয়ের উপর প্রদর্শনী। মোট ১৬ টি ঘরে চলছে প্রদর্শনী। বিজ্ঞানের বিভিন্ন মডেলের দিক তুলে ধরেছে  ছাত্ররা। সেই সঙ্গে ইতিহাস থেকে শুরু করে ভূগোল, ইংরাজি, অঙ্ক, কম্পিউটার, সাংবাদিকতা, শিক্ষা, রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে ছাত্ররা মডেল তৈরী করে তা প্রদর্শনী তে ব্যবহার করছে।


অন্য স্কুলের বহু ছাত্র,ছাত্রী ও সাধারণ মানুষ এই প্রদর্শনীর দর্শক হিসেবে অংশগ্রহণ করেছে। সাধারণত এইসব প্রদর্শনীতে শিক্ষামূলক মডেলের উপর প্রদর্শনী হয়।

Related News

Also Read