পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তেজনা ছড়ালো নন্দীগ্রামে।অভিযোগ নন্দীগ্রামের কালীচরণপুরে এক তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে রাত্রের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ।যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত কালীচরণপুর গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার কালীচরণপুরে মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জয় দাসের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এই আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেনে এই তৃনমূল কর্মী। অভিযোগের তীর বিজেপির দিকে।

সঞ্জয় দাসের অভিযোগ আজ ভোরে সাড়ে তিনটে নাগাদ বাড়ির বাইরে বোমাবাজির এর আওয়াজ শুনে তারা বাইরে বেরিয়ে দেখেন তাদের নতুন নির্মীয়মান মাটির বাড়িতে আগুন জ্বলছে। এলাকার লোকজনদের চিৎকার করে ডেকে তারা আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে পুরো বাড়ি পুড়ে যায়।

অপরদিকে বিজেপির নন্দীগ্রাম এক দক্ষিণ মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি দাবি করেছেন জায়গা নিয়ে পারিবারিক গন্ডগোলের জেরে এমন ঘটনা ,এই ঘটনার সঙ্গে তাদের কোন যোগ নেই।






