আরজিকর মেডিক্যাল কলেজে ধর্ষন ও খুন কান্ডে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুরের তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের ছেলে এই কান্ডে জড়িত । যদিও কয়েক দিন আগে সাংবাদিক বৈঠক করে তাঁর ছেলে জড়িত নয় এবং যে ছেলেটার ছবি ভাইরাল হয়েছিল সে তাঁর ছেলে নয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন সৌমেন মহাপাত্র এবং তাঁর স্ত্রী তথা তৃণমূলের পাঁশকুড়া টাউন সভানেত্রী সুমনা মহাপাত্র।
সোস্যাল মিডিয়ার ভাইরাল ছবি নিয়ে কলকাতা পুলিশ এবং বাঁকুড়া পুলিশ যৌথ তদন্তে নামে । তারপরেই আসল পরিচয় উঠে আসে শুভদীপ সিংহ মহাপাত্রের ।
জানা গেছে এই যুবক বাঁকুড়া জেলার বাসিন্দা।আর জি কর মেডিক্যাল কলেজে পঠনরত এই যুবকের বাবার নাম প্রবীর সিনহা মহাপাত্র। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
শুক্রবার ভাইরাল ছবির যুবক শুভদীপের বাবা সাংবাদিক বৈঠক করে স্বীকার করেন তাদের সাথে সৌমেন মহাপাত্রের সাথে কোন সম্পর্ক নেই। তিনি আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া নারকীয় ঘটনার নিন্দা করেন। সেই সাথে দাবি করেন তাঁর ছেলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।
অপরদিকে প্রবীর বাবুর সাংবাদিক বৈঠকের খবর পেয়ে স্বস্তি পান তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র এবং তাঁর পরিবার। তারপরেই আজ তমলুক জেলা বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সৌমেন মহাপাত্র বলেন তিনিবী তাঁর পরিবার আতঙ্কে রয়েছিলেন । অভিযোগ করেন দলেরই কেউ বা কারা তাঁদের নামে অপপ্রচার করে তাঁদের ফাঁসিয়ে একপ্রকার প্রানে মেরে ফেলার চক্রান্ত করেছিল । শুভদীপ সিংহ মহাপাত্রের বাবা সত্য প্রকাশ করে তাঁদের গনপিটুনির হাত থেকে বাঁচিয়েছেন বলে দাবি করেন সৌমেন মহাপাত্র। যাঁরা মিথ্যে পোস্ট করেছেন তাঁরা আমাকে এবং আমার ছেলেকে প্রানে মেরে ফেললে বোধহয় আনন্দ পেত বলে কটাক্ষ করেন তিনি।