Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

ভোট পরবর্তী হিংসার জের দিঘায় হোটেল কর্মীদের কাজ বন্ধের হুশিয়ারি ।

প্রদীপ কুমার মাইতি :- ভোট পরবর্তীকালে আবারও বিভিন্ন জায়গায় শাসক দলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পরে বিভিন্ন জায়গা শাসক দলের বিরুদ্ধে কোথাও হুমকির অভিযোগ কোথাও বা আবার হোটেল ভাঙচুর আবার কোথাও বা কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠে এলো পূর্ব মেদিনীপুর পর্যটন শহর দিঘায়। এ নিয়ে দিঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হোটেল কর্মীরা। তৃনমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপারটি ভেবে দেখার জন্য আশ্বাস দেওয়া হয়েছে।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পরেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর এসেছে কোথাও বা শাসক দলের নামে অভিযোগ কোথাও বা বিরোধীদের নামে অভিযোগ উঠেছে। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে, বেশ কিছু কর্মীও ঘরছাড়া রয়েছেন। এদিন পর্যটন শহর দিঘায় শাসক দলের নামে হুমকির অভিযোগ প্রকাশে এলো। বেশ কয়েকজন যন্ত্রচালিত রিকশাচাল,হোটেলের ব্রোকার বিভিন্ন পেশায় যুক্ত বিজেপি কর্মীদের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

Related News

Also Read