দুঃস্থ ও অসহায় মানুষদের সাহায্য করতে এগিয়ে এলো তনুশ্রী ফাউন্ডেশন। এলাকার মহিলাদের স্বনির্ভর করতে তনুশ্রী ফাউন্ডেশনের পথ চলা শুরু হল। সোমবার পূর্ব মেদিনীপুরের এগরায় তনুশ্রী ফাউন্ডেশনের কার্যালয়ের উদ্বোধন হয়। এদিন ফাউন্ডেশনের দ্বারোদঘাটন করেন উত্তর প্রদেশের বিধায়ক তথা ঐ রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী হীরা ঠাকুর। তিনি এদিন ফিতে কেটে এই অফিসের দ্বারোদঘাটন করেন।
এলাকার মহিলাদের রোজগার বাড়াতে এবং তাঁদের সার্বিক উন্নয়ন ঘটাতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। এদিন এলাকার ৩০০ জন মহিলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁদের আর্থিক সমৃদ্ধি ও স্বরোজগারের বিভিন্ন বিষয় নিয়ে এদিনের অনুষ্ঠানে আলোচনা হয়। উপস্থিত ছিলেন রেল উপদেষ্ঠা কমিটির সদস্য পবন ঠাকুর, এগরা নগর মন্ডলের সভাপতি চন্দন মাইতি, এগরা পৌরসভার কাউন্সিলর পিঙ্কি সাঁতরা, বিশিষ্ট সমাজসেবী স্নেহাশিস নায়ক, এগরা পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বেরা সংস্থা তনুশ্রী ফাউন্ডেশনের সভাপতি বুবাই গিরি প্রমূখ।