সমস্ত আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনায় বিক্রী হচ্ছে হাঙ্গর।এই বে আইনী কার্যকলাপ দিনের পর দিন ধরে সৈকত শহরে চললেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় থাকায় ক্ষোভ বাড়ছে।
জানা গেছে মৎস্যজীবীদের জালে রবিবার সকালে ধরা পড়লো প্রায় ২০০ কেজি ওজনের হাঙ্গর। যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য পড়ে যায় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে।
মৎস্যজীবীদের সূত্রে জানা যায় হাঙরটির ওজন প্রায় ২০০ কেজি। ২৯ হাজার টাকায় হাঙরটি বিক্রি হয় বলে জানা গেছে। কলকাতার একটি কোম্পানি কিনে নেয়।
এতবড় হাঙরকে সামনে দেখে ক্যামেরা বন্দী করতে বহু পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা ভীড় জমান দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। কিন্তু এই হাঙ্গর বিক্রি করা নিষিদ্ধ থাকলেও কি করে খোলা মার্কেটে বিক্রি হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ জনমানুষে
Post Views: 17