প্রদীপ কুমার সিংহ :-৭৫ তম প্রজাতন্ত্র দিবস উৎসাহ উদ্দীপনা সাথে পালিত হলো বারুইপুর। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তত বারুইপুর রাস মাঠে মহকুমা শাসকের উদ্যোগে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল। সকাল নটার সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বারুইপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন সঙ্গে ছিলেন বারুইপুরে এস ডি পি ও অফিস বিশ্বাস।
এই অনুষ্ঠানে চিরঞ্জিত বেলুন পুড়িয়ে গান স্যালুটের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। বারুইপুর মহকুমাস এলাকার প্রায় ২৪ টি স্কুল কলেজ বিভিন্ন সংস্থা বারুইপুরের আরক্ষা বাহিনী বারুইপুর সোনারপুর জয়নগর পৌরসভার বারুইপুর পঞ্চায়েতে সমিতির ভাঙ্গড় জয়নগর পঞ্চায়েত সমিতি ট্যাবলো সহ বারুইপুর রেডক্রসের অ্যাম্বুলেন্স অগ্নি নিবারণ দপ্তরের গাড়ি সহ কুচকাওয়াজে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে ১৪ টা টেবলো সহকারে ও বারুইপুর মহা কুমার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা কুচ কাওয়াজের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প পদর্শিত হয় আজ সকালে বারইপুর রাস ময়দানে।