সাত দিনের নক- আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল বৃহস্পতিবার। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৮টি দল ফুটবল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। মাঠে ভীড় ছিল ভালোই। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত হয় এক বড়ো মাপের ফুটবল উৎসব।

এদিন বৃষ্টিকে উপেক্ষা করেই পানিপারুলে খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, বিশিষ্ট সমবায়ী ও ব্লকের প্রাক্তন সভাপতি দিনেশ কুমার প্রধান, পানিপারুল স্পোর্টস একাডেমির সভাপতি রজত কুমার বেরা, সম্পাদক সুকুমার সাউ প্রমুখ।

আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম দিনের খেলায় গবডাঙ্গর তরুণ সংঘ ৫-২ গোলে হারিয়েছে জঙ্গলমহল একাদশকে। শুক্রবার, খাজুটি স্পেলেন্ডিড স্পোর্টিং ক্লাব বনাম দেপাল স্পোর্টস একাডেমি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে নগদ ৮৫ এবং ৭৫ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হবে।

এদিন পানিপারুলে খেলা দেখার জন্য কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শনার্থীদের সমাগম ঘটলো। যা ছিল অত্যন্ত চোখে পড়ার মতো।





