Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

নন্দীগ্রামে বিরোধী জোটকে হারিয়ে ক্ষমতা দখল তৃনমূলের

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মহম্মদপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির প্রতিনিধি নির্বাচন হল রবিবার।সেই নির্বাচনে বিরোধীশূন্য বোর্ড দখল করে শেষ হাসি হাসলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মোট আসন ছিল ৬ টি । সবকটি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা।

 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অক্সিজেন পেতে সিপিএম-কংগ্রেস-আইএসএফ জোট গড়ে এই নির্বাচনে নেমেছিলো।শাসক দল তৃনমূল নেতারা জানিয়েছেন বিরোধীদের জোট যাতে জয়ী হতে পারে পেছন থেকে সাহায্য করছিলো বিজেপি।

 

তবে বিরোধীদের সব চেষ্টা বিফল করে শেষ হাঁসি হেঁসেছে তৃনমূল।জয়ী প্রার্থীরা হলেন কামালুজ্জামান আলি শা, মহম্মদ হাসানুজ্জামান মল্লিক, সাবিনা খাতুন, শেখ আইনুর রশিদ, শেখ আমিরুল ইসলাম এবং শেখ মুশিয়ার রহমান।

Related News

Also Read