Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

ভারত সেবাশ্রম সংঘ হসপিটালে উদ্বোধন হলো MRI UNIT


ইন্দ্রজিৎ আইচ

বেহালা জোকার কাছে ভারত সেবাশ্রম হসপিটাল এর 1’5 Tesla MRI Unit এর উদ্বোধন হলো গতকাল। এই এম আর আই ইউনিট এর উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আই এ এস নারায়ন স্বরুপ নিগম এবং হিউম্যান রাইটসের চেয়ারম্যান ও প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্য । উপস্থিত ছিলেন শ্রীমত স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ এবং ভারত সেবাশ্রম হসপিটাল এর সম্পাদক স্বামী ব্রম্ভাত্মানন্দ। এই হসপিটালে এক সাংবাদিক সম্মেলনে স্বামী
ব্রম্ভাত্মানন্দ বলেন এই এম আর আই চালু হবার ফলে এলাকার জনগণের বহুদিনের চাহিদা পূরণ হলো।

2010 সাল থেকে আমাদের অন্য এম আর আই ছিলো। কিন্তু সেটায় 6 জনের বেশি এম আর আই করা যেত না, সময় খুব বেশি লাগতো। এই নতুন মেসিন বসাবার ফলে মাত্র 15 থেকে 20
মিনিট সময় লাগবে পরীক্ষা করতে এবং অনেক রোগীর ব্রেন স্কান করা যাবে। খরচ পড়বে 4200 টাকা। সুন্দরবন থেকে মেদিনীপুর, বখখালি থেকে দিঘা, হলদিয়া, চন্ডিপুর
এমন কি কলকাতার নানা জায়গা থেকে রোগী আমাদের এখানে চিকিৎসা করাতে আসে খুব স্বল্প খরচে। সব ধরনের ডাক্তার এখানে বসে ও সব ধরনের চিকিৎসা হয়।

Related News