পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে ফের একটি সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়ে সবুজের হার হল। রবিবার সকাল থেকে টানটান উত্তেজনায় ও কড়া নিরাপত্তায় খেজুরির ২ ব্লকের নিজকশবা গ্রাম পঞ্চায়েতের খড়িপুকুরিয়া রামকৃষ্ণ পরমহংস সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর ডেলিগেড নির্বাচন হয় । বিজেপি মনোনীত ৬ জন প্রার্থী জয় লাভ করে তৃণমূলকে পরাস্ত করল।
এই সমবায় সমিতিতে ৬২০ জন ভোটার এবং ৯টি ডেলিগেট নির্বাচন হয়। এদিন ৫৬৬ টি ভোট পড়ে। তার মধ্যে ৮টি ভোট বাতিল হয়। বিজেপি-৬ টি এবং তৃণমূল ৩টি আসনে জয়ী হয়েছে।বিজেপির জয়ী প্রার্থীরা হলেন দীপক কুমার মন্ডল,লিলি আচার্য,অনিমেষ মন্ডল,
কৌস্তুভ কান্তি দাস, ননী গোপাল প্রামাণিক ও কল্যান মাইতি। তৃণমূল সমর্থিত জয়ী প্রার্থীরা হল সুলতা মিদ্দা, শ্রীকান্ত মিদ্দা ও বাদল কুমার মিদ্দা।
এই জয়ের জন্য খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক অভিনন্দন জানিয়েছেন। জয়ের পরেই উল্লাসে ফেটে পড়ে বিজেপির নেতা কর্মীরা। বিজেপির দাবি খেজুরির মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে সেই কারণে তাঁদের দলের প্রার্থীদের জয় হয়েছে।