বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ আয়োজিত সারা বাংলা লোকনৃত্য এবং যোগাসন প্রতিযোগিতায় কাঁথি শিশুমহলের শিক্ষার্থীরা উজ্জ্বল স্থান অধিকার করল। রবিবার সকাল থেকে কলকাতার বিধান শিশু উদ্যানে আয়োজিত রাজ্যস্তরীয় সারা বাংলা “দিলীপ হাজরা স্মৃতি”লোকনৃত্য প্রতিযোগিতায় ক-বিভাগে (৮বছর বয়স পর্যন্ত) কাঁথি শিশুমহলের ক্ষুদে শিক্ষার্থী সারণী মণ্ডল “ঢেঁকি নাচে ধাপুর ধুপুর” লোকনৃত্যে দ্বিতীয় স্থান অধিকার করল।
অপর দিকে সারা বাংলা “স্নেহেশ শূর স্মৃতি” যোগাসন প্রতিযোগিতায় খ-বিভাগে (বালিকা ৭-১১বছর বয়স পর্যন্ত) আলিয়া ওয়াসিমা– নবম এবং গ-বিভাগে(বালক১১-১৫বছর বয়স পর্যন্ত) রাজদীপ পাত্র–চতুর্থ স্থান অধিকার করেছে। সংস্থার রাজ্য সম্পাদিকা তৃপ্তি প্রামাণিক, সাংস্কৃতিক সম্পাদিকা মন্দিরা গাঙ্গুলি, রাজ্য যোগাসন কো-অর্ডিনেটর ডা. আলোক পাল এবং রাজ্য কমিটির আহ্বায়ক নয়ন শঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন। শিশুমহলের সম্পাদক সহ অন্যান্য শুভানুধ্যায়ীবৃন্দ শিক্ষার্থীদের এই উজ্জ্বল সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।