Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

একটু বৃষ্টিতে রাসমণি স্কুলের সামনে জলে জলাকার

প্রদীপ কুমার সিংহ

সোমবার সকাল থেকে বৃষ্টি হওয়ার ফলে বারুইপুর রেলগেটের কাছে রাসমণি স্কুলের সামনে জলে জলা কার। এর ফলে সাধারণ মানুষ থেকে স্কুলের বাচ্চারা খুবই সমস্যায় পড়তে হয়। বারুইপুর রেল গেট থেকে বারুইপুর স্টেশন পর্যন্ত ২০০ মিটার রাস্তার মধ্যে ১০০ মিটার রাস্তা জলমগ্ন সেই সঙ্গে রাস্তা শুরু হওয়ায় অটো, টোটো, সাইকেল,রিক্সা, ভ্যান চালকদের গাড়ি চালাতে সমস্যা হয়। সেই সঙ্গে রাস্তার মধ্যে কিছু গর্ত থাকায় স্কুলের ছোট ছোট বাচ্চারা স্কুলের যাওয়ার সময় রক্তের মধ্যে অনেকে পড়ে যায়। বারুইপুর রেল গেটের এই রাস্তা ব্যস্ততম রাস্তা। একটু বৃষ্টি হলে প্রায় হাঁটু অব্দি জল জমে যায়। পুরসভায় বললে পুরো সব থেকে বলে এটা রেলের জায়গা ওরা করবে আর রেলকে বললে পুরসভা করবে এই নিয়ে ছাপানো উত্তর চলে। আর তার ফল সাধারণ মানুষকে ভুগতে হয়।

স্কুলে বাচ্চার অভিভাবক বলেন এই রাস্তায় অল্প বৃষ্টিতে খুব ভুগতে হয় আমাদের। স্কুলের বাচ্চাকে নিয়ে যাওয়া যায় না।গাড়ি-ঘোড়া এতটাই চাপ যার ফলে এমনি তো খুব সমস্যা আছে। তার ফলে জলের উপর দিয়ে যেতে গেলে বাচ্চারা সব পড়ে যায়। বৃষ্টির জলে পড়ে গিয়ে অনেক বাচ্চা অসুস্থ হয় হাসপাতালে নিয়ে যেতে হয়।

তিনি আরো বলেন এমনিতেই এই রাস্তা এত সরু অন্য সময় রাস্তা দিয়ে যাওয়া যায় না অটো টোটো রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। এমনকি বারুইপুরের এস ডি পিওর অফিস মদারাট এলাকায়। তার গাড়ি অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় উকিল পাড়ার মধ্যে দিয়ে ।সে এই রাস্তা দিয়ে একদম যাতায়াত করতে পারে না। সাধারণ মানুষ এই রাস্তার ব্যাপারে বহুবার অভিযোগ করলেও এই সমস্যা সমাধান করতে পারিনি।

এক অটো চালক বলে সারা বছর আমরাই এখান থেকে গাড়ি চালাই একটু বৃষ্টিতেই এখানে এতটা জল হয়ে যায় প্যাসেঞ্জার নিয়ে যেতে গেলে খুবই সমস্যায় পড়তে হয়। আর সেইসঙ্গে রাস্তায় খারাপ হওয়ায় গাড়ির চাকা বেশিদিন চলে না। গাড়ির সমস্যার মধ্যে পড়ে।

Related News

Also Read