Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

পালিত হলো নাবিক নাট্যম এর রবীন্দ্র জয়ন্তী।

কেকা মিত্র :-  বুধবার গোবরডাঙ্গার এক প্রাচীন দল নাবিক নাট্যম পালন করলো তাদের রবীন্দ্র জয়ন্তী। দলের সকল সদস্য, সদস্যা নাচে, গানে আবৃত্তিতে অংশ গ্রহণ করে।

মহলা কক্ষ সংলগ্ন কবি গুরুর মূর্তিতে মাল্য দান করেন দলের নাট্যগুরু জীবন অধিকারি, অবিন দত্ত,দলের প্রতিষ্ঠাতা সোমনাথ রাহা , প্রদীপ কুমার সাহা। এর পরই দলের সবাই উপস্থিত হয় এলাকার  আরেকটি রবীন্দ্র মূর্তির সামনে যেখানে উপস্থিত হয় এলাকার প্রাক্তন পৌরপ্রধান  সুভাষ দত্ত ও এলাকার বেশকিছু সংস্কৃতি প্রেমিক মানুষ, সকলে মিলে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্য দান করেন এবং কবি গুরুর স্মৃতি চারণ করে। এরপর মিষ্টি বিতরনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related News