এক গৃহবধূকে ধর্ষন করে খুনের ঘটনায় উত্তাল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ঘোষপুর অঞ্চলের গোটপতা গ্রাম । গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ করেছে তার পরিবার ও এলাকাবাসী।
৩৭বছর বয়সী মৃত মহিলার নাম সন্ধ্যা দাস। তিনি বাড়িতে একাই থাকতেন বলে এলাকাবাসীর থেকে জানা গেছে ।

স্থানীয়দের অভিযোগ ওই মহিলার বাড়ি থেকে ৫০মিটার দুরে মদের ঠেক চলত। সেখানে আসা দুষ্কৃতীরা মদ খেয়ে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণ করে খুন করেছে।
দুপুরে ওই মহিলার দাদা এসে দেখে বাড়ির দরজা তালা বন্ধ,এবং বাড়ির পাশের বেশ কিছু অংশ ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে, বারবার ডাকলেও সাড়া না পাওয়ায় তাঁর সন্দেহ হওয়ায় স্থানীয়দের জানান। তাঁরা পাঁশকুড়া থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। তারা দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করলে দেখে, নগ্ন অবস্থায় উপড় হয়ে পড়ে রয়েছে ওই মহিলা, পুলিশ ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
এলাকাবাসী অভিযোগ করলেও এটা আদৌ ধর্ষন করে খুন না কি অন্যকিছু তা স্পষ্ট নয় জানিয়েছে পুলিশ । তদন্ত করছে পাঁশকুড়া থানা। পাঁশকুড়া থানার পুলিশ আধিকারিক জানায়, আমরা মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছি, তদন্ত চলছে।
