Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

সরস্বতী পুজোয় রাজস্থানি রাজবাড়ির থিম, নজর কাড়ছে ‘রানী-মা’ প্রতিমা

সরস্বতী পুজোতেও থিমের বাহার।  রয়েছে নজরকাড়া সৌন্দর্য এবং অপরুপ মণ্ডপসজ্জা। সেইসঙ্গে সাবেকিয়ানা প্রতিমা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ক্লাব ‘ব্রাইট হোপ’ এর এবার থিম হয়েছে রাজস্থানের রাজবাড়ী। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ১৭ বছরে পদার্পণ করেছে এগরা ক্লাব ব্রাইট হোপের সরস্বতী পূজা। রাজস্থানের রাজবাড়ীর প্রকৃতিকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সরস্বতী মাতার প্রতিমা রুপোর গয়না দিয়ে তৈরি করা হয়েছে।

প্রতিমার নামকরণ করা হয়েছে ‘রানী-মা’। তবে আয়োজক সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুধুমাত্র পুজো করেই এই ক্লাব সীমাবদ্ধ থাকে না। সারাবছরই নানান সমাজসেবামূলক কর্মসূচি আমরা করে থাকি। রয়েছে প্রসাদ সেবন, বস্ত্রবিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সাগ্নিক জানা, সহ-সভাপতি তিতাস দাস, কোষাধ্যক্ষ হাবিবুর হোসেন, শুভজিৎ দাস মহাপাত্র, শ্যামল বড়াই, বাসুদেব দাস, সৌগত পন্ডা, অমিত জানা, তিয়াশ মিশ্র, মানিক জানা, রনি সাউ, অতনু বাঙাল প্রমুখ।

Related News