Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। কাঁথিতে লিগ্যাল সেলের প্রস্তুতি সভা ।।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি আদালতে রাজ্য লিগ্যাল সেলের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা লিগ্যাল সেলের ত্বতাবধানে আগামী ২১শা জুলাই শহীদ দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা লিগ্যাল সেলের সভাপতি শুভেন্দু বিকাশ বেরা।অন্যান্যদের মধ্যে ছিলেন বর্ষীয়ান আইনজীবি অসিত বরণ মাইতি, জেলা আ্যডিশনাল জি,টি, আশীস রায়,আ্যডিশনাল পি পি মঞ্জুর রহমান,পি,পি সন্দিপ মাইতি , রামকৃষ্ণ পন্ডা সহ অনেক বিশিষ্ট আইনজী সহ শতাধিক আইনজীবী।

এই প্রস্তুতি সভা আগামীকাল হলদিয়া আদালতে হবে বলে জানান শুভেন্দু বিকাশ বেরা।সমস্ত সভা পরিচালনা করেন অ্যাডভোকেট অমিত টিপাঠী, নবকুমার নন্দ ও রাজা মাইতি।

Related News