Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হল বারুইপুরে।

আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন কমিটি বারুইপুর শাখা ও বারুইপুর পৌরসভার পক্ষ থেকে বারুইপুর রবীন্দ্র ভবনে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত হল। এই অনুষ্ঠানে রবীন্দ্রভবনে উপস্থিত ছিলেন বারইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম দাস, পৌরপিতা আশীষ দেবরায়,বিকাশ দত্ত, মোজাফফর আহমেদ পৌরোমাতা অর্চনা ভদ্র, অর্চনা মল্লিক, মিতা দত্ত প্রাক্তন বারুইপুর পৌরসভার প্রাক্তন প্রধান ইরা চ্যাটার্জী সহ অন্যান্যরা সেইসঙ্গে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন কমিটি বারুইপুর শাখার রবি মিত্র,স্বপন কুমার ঘোষ, অসিত গোটা শো অন্যান্য সদস্যরা। আন্তর্জাতিক ভাষার উদযাপন কমিটির সদস্য স্বপন কুমার ঘোষ বলেন এখন বাংলাদেশে যে অরাজকতা চলছে সেখানে ভাষা দিবস পালিত হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু বাংলাদেশের কয়েকটি সংগঠন আজ এই আন্তর্জাতিক ভাষা দিবস পালন করে। বারইপুর পৌরসভার গৌতম দাস বলেন এপার বাংলা ওপার বাংলা এই ভাষা দিবসের দিন উদযাপিত করে আন্তর্জাতিক ভাষা দিবস। কিন্তু এখন বাংলাদেশের যে অরাজকতা চলছে সেটা কতটা পালন করবে তা খুবই বলা মুশকিল। কিন্তু পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় এই ভাষা দিবস শুক্রবার পালিত হবে।

পাশাপাশি বারুইপুরে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বারুইপুর মহকুমা শাসকের অফিসে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুরের মহাকুমার শাসন চিত্রদীপ সেন, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক কামিনী রঞ্জন রায় সহ অন্যান্য আধিকারিক গণ। এই অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের লোকশিল্পীরা গান করে। এই ভাষা দিবসের উপর বক্তব্য রাখেন মহাকুমা শাসক চিত্রদীপ সেন।

Related News