Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। মহিষাদল কলেজে বাম ছাত্র সংগঠনের ডেপুটেশান ।।

সিপিএমের ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে হলদিয়া মহকুমার ছাত্র-ছাত্রীদের সংগঠিত করে মহিষাদল রাজ ও গার্লস কলেজের ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা এবং ছাত্র ভোটের দাবিতে ডেপুটেশন কর্মসূচি সংঘটিত হল ।

এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাম ছাত্র সংগঠনের রাজ্য কমিটির সভাপতি প্রতিকুর রহমান। মহিষাদল রাজ এবং গার্লস কলেজের সামনে পথসভা সংঘটিত হয় ।


এই সভায় সভাপতিত্ব করেন ভারতের ছাত্র ফেডারেশন তথা এসএফআইর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি ইন্দ্রজিৎ সরকার। বক্তব্য রাখেন জেলার সম্পাদক জাকির হোসেন মল্লিক এবং সম্পাদক মন্ডলী সদস্য আলী আকবর, পিয়াসা ব্যানার্জি, বাপি প্রামানিক, শোভন খাটুয়া এবং অঙ্কিতা প্যাটেল ।

Related News

Also Read