ইন্দ্রজিৎ আইচ :- সোমবার জি বাংলায় রাত ৮ টা থেকে শুরু হলো বাংলা মেগা ধারাবাহিক
“নিম ফুলের মধু”। সম্প্রতি টালিগঞ্জ এর ইন্দ্রপুরী স্টুডিও তে সেই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিলো।
সেট ভিজিট করতে গিয়ে দেখা গেলো উত্তর কলকাতার একটি বনেদি বাড়ির একটি সেট বানানো হয়েছে। একটি বিয়ের দৃশ্য সুট করা হলো। সেখানেই এক সাংবাদিক সম্মেলনে এই নিম ফুলের মধু মেগা সিরিয়ালের পরিচালক অনুপ চক্রবর্তী জানালেন এই গল্পটা বনেদি পরিবারের গল্প।
পর্না নামে একটি নিউক্লিয়াস ফ্যামিলির মেয়ে বিয়ে হয়ে এসেছে উওর।কলকাতার দত্ত বাড়িতে। দত্ত বাড়ি যৌথ পরিবার। সেটি একটি হেরিটেজ বাড়ি।দেব নারায়ণ দত্ত সেই বাড়ির প্রধান।
পর্নার বড় হলো সৃজন (বাবু)। সে খুব মাতৃ ভক্ত।নতুন বউ বাড়িতে এসে নানা সমস্যায় পড়ে। আবার ভালোও লাগে সবাই কে। মন খুলে কথা বলার পাশাপাশি নানা ভালো মন্দ ঘটতে থাকে। কিন্তু এই বাড়ির সব থেকে ভালো ও শক্ত মানুষ হলেন ঠাকুমা।
তার কথা কেউ অমান্য করতে পারবে না। এই নিয়েই গল্প এগিয়েছে। পর্নার চরিত্র টি করেছেন পল্লভি
শর্মা। সৃজন এর চরিত্রটা করেছেন রুবেল রায়। ঠাকুমার চরিত্র টি করেছেন লিলি চক্রবর্তী। সাংবাদিক সন্মেলনে এই মেগার সকল কলাকুশলী উপস্থিত ছিলেন।
ছিলেন এই ধারাবাহিক এর কাহিনীকার রাখী ও সৌভিক। জি বাংলার পূর্বাঞ্চল শাখার আধিকারিক সম্রাট ঘোষ এবং জি বাংলার বানিজ্য প্রধান
নবনীতা চক্রবর্তী। সকলেই খুব আশাবাদী যে” নিম ফুলের মধু” জি বাংলার সকল দর্শকদের মন জয় করতে পারবে।