প্রদীপ কুমার সিংহ :- সোনারপুরে কয়েকটা পাড়া থেকে প্রায় পঞ্চাশটা গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেয় গ্যাসের ডেলিভারি ম্যান। সমস্যা পড়েছে গ্যাস সিলিন্ডার ব্যবহাকারী মানুষ। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে । ওই এলাকার সাধারণ মানুষ জানাচ্ছে ৫০টিরও বেশী বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে চম্পট ডেলিভারি বয় ৷ ঘটনার পর মাস তিনেক হতে চললেও গ্যাস অফিস ও সোনারপুর থানায় জানিয়ে এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি ৷ ফলে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছে এইসব পরিবারগুলি ৷ একটি মাত্র সিলিন্ডারে কোনরকমে রান্নার কাজ চালাচ্ছেন তারা ৷ বিষয়টি নিয়ে প্রশাসন যাতে উপযুক্ত তদন্ত করে ও ব্যবস্থা নেয় তার দাবি জানিয়েছে এই ওয়ার্ডের পৌরপিতা ৷ ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷
এলাকার বাসিন্দা কার্তিক দাস জানান বাবু নস্কর নামে একজন ডেলিভারি বয় দীর্ঘদিন ধরেই এলাকায় গ্যাস দিয়ে যেত ৷ সোনারপুর থানার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে ইন্ডেনের গ্যাস অফিস থেকে তাদের সিলিন্ডার ডেলিভারি দেওয়া হত ৷ তিনি বলেন বিষয়টি গ্যাস অফিসে জানানো হলে তারা এখন হাফ সিলিন্ডারের দাম চাইছে ৷ অনেকের বাড়ি থেকে
আবার ভর্তি সিলিণ্ডার ও টাকাও নিয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ এলাকার আরেক বাসিন্দা লাবণ্য হালদার বলেন তারা যাতে রান্নাবান্না করে খেতে পারেন তারজন্য সিলিণ্ডারের ব্যবস্থা করে দিক প্রশাসন ৷ উজালা গ্যাস যোজনায় একটিমাত্র সিলিণ্ডার ব্যবহার করেন তনুশ্রী ভান্ডারী তার একটি মাত্র সিলিণ্ডারও নিয়ে চলে গিয়েছে বলে অভিযোগ ৷ এরফলে খুবই সমস্যার মধ্যে পড়েছেন তিনি ৷ প্রিয়াঙ্কা মন্ডলের অভিযোগ গ্যাস অফিসে সিলিণ্ডারের কথা
বললে তারা এখন অতিরিক্ত টাকা দাবি করছেন ৷ এদিকে গ্যাস অফিসের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে চাননি ৷ তবে ঐ ডেলিভারি বয়কে বরখাস্ত করা হয়েছে
বলে জানা গিয়েছে ৷ এই ব্যাপারে তরুণ তো চলছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।।
