Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

ক্লাব ডিসকভারির আয়োজনে সরস্বতী পুজো ও অন্ন মহোৎসব

পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার  ক্লাব  ডিসকভারির আয়োজনে সরস্বতী মায়ের পুজো ও সেই উপলক্ষ্যে নাম সংকীর্তন ও অন্ন মহোৎসব হল।

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করলেন এবং রবিবার অন্ন মহোৎসবের অন্ন ভোগ বিতরণ করে  উদ্বোধন করলেন  বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। , উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি,  রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি  নিতাই সার , জেলা পরিষদের সদস্যা  শম্পা মহাপাত্র সহ অন্যান্য বিশিষ্ট মানুষ জন।

Related News