Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

মুক্তি পেলো ত্রিধারা র থিম মিউজিক।

ইন্দ্রজিৎ আইচ :- আমরা সকলেই জানি দক্ষিণ কলকাতার সেরা পুজো মানেই ত্রিধারা। দক্ষিণে ঠাকুর দেখতে গেলেই আপনাকে ত্রিধারা দেখতেই হবে। সম্প্রতি সুদেশ ভবনে মুক্তি পেলো এই বছরের
ত্রিধারা অকালবোধনের থিম ও মিউজিক। এই বারের থিম হলো
” উৎসব যাদের তরে আগে তারা প্রাইজ পরে “। এই থিম নিয়ে ত্রিধারা র মণ্ডপ গড়ছেন বিখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইল্লা। তিনি লিখেছেন এবারের থিম সং।সুর করেছেন সঙ্গীত পরিচালক
দেবজ্যোতি মিশ্র। গান গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন ও ইমন চক্রবর্তী। সবথেকে বড় কথা এই থিম সং এ মিউজিক ভিডিও টি এক কথায় অসাধারণ। নৃত্য পরিকল্পনা, ভাবনা এবং পরিচালনা দেবলীনা বসু কুমার।


এক সাংবাদিক সন্মেলনে এই ত্রিধারা র পুজোর সাধারণ সম্পাদক ও বিধায়ক এবং মেয়র পারিষদ
দেবাশিস কুমার জানালেন আমাদের এবারের পুজো ৭৭ বছরে পদার্পণ করলো। আমরা ঐতিহ্য ও আধুনিকতার সাথে এই পুজো করে আসছি। মঞ্চে সকল অতিথিরা এই পুজোর থিম ও মিউজিক এর ভুয়সী প্রশংসা করেন। উদ্বোধনী মঞ্চে সকলেই উপস্থিত ছিলেন, ছিলেন ত্রিধারা র প্রেসিডেন্ট অনুপম দাশগুপ্ত, কার্যকরী সভাপতি অম্লান বসু।

Related News