Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

হনুমান তাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এগরায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

একদল হনুমান বাদাম ক্ষেতে ঢুকে ক্ষয়ক্ষতি করছিল।  তাদের তাড়াতে গিয়েই  বিদ্যুতের তারে জড়িয়ে বেঘোরে প্রাণ হারাল এক কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এগরা থানার বেনাচাকড়ি গ্রামে। মৃত কিশোরের নাম সন্তোষ দাস (১৭)।জানা গেছে মৃত কিশোর জেড়থান গয়া প্রসাদ বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর ছাত্র।

স্থানীয়দের অভিযোগ, এক ব্যক্তির পান বরোজে চুরি ঠেকাতে হুকিং করে বিদ্যুতের খোলা তার দিয়ে বরোজ এলাকা ঘিরে রাখা ছিল। হনুমান তাড়াতে গিয়ে সেই তারে জড়িয়েই সন্তোষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবীতে সোচ্চার এলাকাবাসীরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার দুপুর ২টো নাগাদ সন্তোষ তাঁদের বাড়ির অদূরে বাদাম ক্ষেতে গিয়েছিল। সেই সময় একদল হনুমান বাদাম ক্ষেতে ঢুকে পড়ে বাগানের গাছপালা নষ্ট করতে থাকে। ঘটনাটি দেখতে পেয়েই আর স্থির থাকতে পারেনি সন্তোষ। দ্রুত হনুমানের দলকে তাড়িয়ে নিয়ে যাওয়ার সময় সন্তোষ পাশের পান বরোজের গা ঘেঁষে যাওয়ার চেষ্টা করে। ওদিকে পান বরোজের মালিক নিরঞ্জন দাস সবার অজ্ঞাতে চুরি ঠেকাতে বরোজের চারপাশ খোলা বিদ্যুতের তার দিয়ে ঘিরে রেখেছিল। সন্তোষ ছুটে যাওয়ার সময় সেই তারে জড়িয়ে যায়।

এরপরেই বিকট শব্দে ছিটকে পড়ে ওই কিশোর। তার গা থেকে ধোঁয়া বেরতে শুরু করে। স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। তবে খোলা তারে থাকা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে কিশোরটিকে উদ্ধারে বেশ খানিকটা সময় পেরিয়ে যায়। এরপর সজ্ঞাহীন অবস্থায় ছেলেটিকে নিয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরেই মৃতের পরিবার সহ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত বরোজ মালিককে গ্রেফতারের দাবীতে ক্ষোভে ফেটে পড়েন। রবিবার এগরা থানায় অভিযুক্ত বরোজ মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

মৃত ছাত্রের জেঠু বেনিমাধব দাস ও প্রতিবেশী রতন রাউল জানান, “নিরঞ্জন দাস অবৈধ ভাবে পান বরোজের চারদিকে খোলা বিদ্যুতের তার পেতে রেখেছিল। সেই বিদ্যুতের তারে জড়িয়ে কিশোরটির মৃত্যু হয়েছে। চুরি ঠেকানোর নামে এইরকম বিপজ্জনক ভাবে বিদ্যুতের তার রাখার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানিয়ে আমরা পুলিশে অভিযোগ জানাতে এসেছি”।

  এগরা থানার পুলিশ সূত্রে খবর, রবিবার কিশোরের মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related News