Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

মাধ্যমিকের মাঝে নিয়ম ভেঙে মাইক, হলদিয়ায় বিজ্ঞান মঞ্চের উদ্বোধনে পুলিশি হস্তক্ষেপ

চলছে মাধ্যমিক পরীক্ষা ,নিয়ম অনুসারে মাইক প্রকাশ্যে দিবালোকে চালাতে পারে না । আইন অমান্য করে প্রকাশ্য দিবালোকে পারেশ্বরে মাইক বাজিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হলদিয়া শাখার শুভ উদ্বোধন হলো ।

হলদিয়ার দুর্গাচক গিরিশমোড়ে শুক্রবার সকাল ১১ টায় শুভ উদ্বোধন করা হয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নতুন শাখা । পুলিশ এসে মাইক বন্ধ করে। সুতাহাটা বিজ্ঞান মঞ্চের সভাপতি প্রভাস চন্দ্র সামন্ত বলেন ,পুলিশের এসে বাধা দেওয়ার আগেই আমাদের সচেতন হওয়া উচিত ছিল ।বিজ্ঞানমনস্ক মনোভাব নিয়ে চলবো অথচ তারস্বরে মাইক বাজাবো ,এটা বাঞ্ছনীয় নয় ।

Related News