পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সাতেঙ্গাবাড়িতে ফের উত্তেজনা।এক ব্যাক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এই উত্তেজনা । মৃত ব্যাক্তির নাম আশীষ গুড়িয়া। পুলিশের প্রাথমিক অনুমান তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।

জানা গেছে বাড়ি থেকে কিছুটা দূরে একটি খাওয়ারের দোকান চালাতেন আশীষ। অন্যান্য দিনের মত বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি আশীষ। সেই সময় স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বাড়িতে জানায়, আশীষ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

ছুটে যায় বাড়ির লোকেরা।পরবর্তীকালে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা, কেনই বা আশীষকে এভাবে হত্যা করলো তার তদন্ত করে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ। পরিবারের দাবী আশীষকে খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন যাতে সুবিচার হয়।





