Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। আই আর আই এস মাল্টি স্পেশালিটি হসপিটাল চিকিৎসা ক্ষেত্রে ভালো পরিষেবা দিতে বদ্ধপরিকর ।।

ইন্দ্রজিৎ আইচ :- আইআরআইএস মাল্টি স্পেশালিটি হসপিটাল রোগীদের আরো উন্নত পরিষেবা প্রদানে তাঁদের নতুন উদ্যোগের কথা আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করলো।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডা: সৌরভ চক্রবর্তী, ডা: অরুণাভ লালা, ডআ: অমিত হালদার, এই হসপিটাল এর ভাইস প্রেসিডেন্ট ডা: তীর্থঙ্কর বাগচী এবং এই হসপিটাল এর সি ই ও রাজ ভট্টাচার্য্য। তারা এই সম্মেলনে তাদের আগামী কর্মসূচির কথা জানালেন সকলে।

Related News

Also Read